পোল্যান্ডের গ্রামে ক্ষেপণাস্ত্র, নিহত ২

ইউরোপজুড়ে উত্তেজনা, দায় নেয়নি রাশিয়া

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে।  মঙ্গলবারের (১৫ নভেম্বর) এই হামলার কারণে ইউরোপজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুরুতে বলা হচ্ছিলো, রুশ ক্ষেপণাস্ত্র এই হামলার জন্য দায়ী।  পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্রটি কে ছুঁড়েছে, সে বিষয়ে তাদের কাছে এই মুহূর্তে অকাট্য তথ্যপ্রমাণ নেই।  এ নিয়ে তদন্ত চলছে।  তবে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়ার তৈরি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে।  তবে তিনি তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি।

ইতোমধ্যে মস্কো এই হামলার দায় অস্বীকার করেছে।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেছেন, পোল্যান্ডের ঘটনা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

এদিকে হামলার পর পোল্যান্ড তার সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে বলেছে।  এরইমধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে, তা সম্ভবত রাশিয়া থেকে ছোঁড়া হয়নি।  বিষয়টি খতিয়ে দেখা হবে।

এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো এ হামলা বিষয়ে পূর্ণ তদন্ত করবে।  তদন্তের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে।

পোল্যান্ডে হামলার কারণে জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো।  জোটটি পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে তা বৈঠকে ঠিক করা হবে বলে জানানো হয়েছে।  বুধবার (১৬ নভেম্বর) এ বৈঠক হতে পারে।

এর আগে, রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।