পোলিও মুক্ত বিশ্ব গড়তে কাজ করছে রোটারি

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

রোটারি ইন্টারন্যাশনালের ঘোষণা অনুযায়ী বিশ্ব হবে পোলিও মুক্ত। ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবসকে সামনে রেখে শনিবার (১৯ অক্টোবর) রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা অনুষ্ঠিত হয়।

নগরীর চিটাগাং ক্লাবে এ সভার সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আজিজুল গনি চৌধুরী, পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, আইপিপি জামাল উদ্দিন শিকদার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল, সেক্রেটারী ড. আয়েশা আফরিন, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসাইন, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, আহমেদ ইসমাঈল, মোহাম্মদ হান্নান, মো. তৌহিদ উল্লাহ লিমন, রোটারেক্ট ফজলুল কবির, রোটারেক্ট অংশুলা মারমা, রোটারেক্ট ফয়সাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বাংলাদেশ পোলিও মুক্ত হয় যা ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে। তবে এখনও বিশ্বের কয়েকটি দেশ পোলিও ভাইরাস সংক্রামক রয়ে গেছে। তাই পোলিও মুক্ত বিশ্ব গড়তে কাজ করছে রোটারি ক্লাব। আগামীতে পোলিও মুক্ত বিশ্ব গড়া আমাদের মূল লক্ষ্য।