পেরুকে হারালো আর্জেন্টিনার যুবারা

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা।  রোববার (১৮ জুন) প্যারাগুয়ের অলিম্পিক কমপ্লেক্সে পেরুকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।  যদিও আগের ম্যাচে পেরুকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিলের যুবারা।  তবে এই ম্যাচেও পারেনি পেরু।

পেরুকে হারানো ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন গ্রানাডা, কাসো এবং মন্তেরস।  আর্জেন্টিনা পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে।