পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় ১লা ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও অসহায় দুস্থ,প্রতিবন্ধীদের মাঝে ১২৫ পিস শীতবস্ত্র (কম্বল), তবারক বিতরণ,কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খসরু মৃধার সভাপতিত্বে ও পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের ১ নং সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হানিফ মিয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান । আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান মৃধা,পূবাইল থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়া, আওলাত হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ ।