পূবাইল থানা জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মিরের বাজারে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির ওয়ার্ড ভিত্তিক কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় পূবাইল থানা জাকের পার্টির আয়োজনে মঙ্গলবার বিকালে জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় সঞ্চালনায় ছিলেন এড. শিব্বির রহমান বাবু, সহ- সাধারন সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, গাজীপুর মহানগর,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি, জাকের পার্টি, গাজীপুর মহানগর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মিজানুর রহমান আফাত, সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয়া পরিষদ,এম. হাবিবুর রহমান সিদ্দিকী সাধারণ সম্পাদক ছাত্রফ্রন্ট ঢাকা বিঃ, আসাদুজ্জামান রানা, সভাপতি, ছাত্রফ্রন্ট গাজীপুর মহানগর,এডভোকেট. জাহিদুল ইসলাম খান সজীব, কেন্দ্রীর সদস্য, ছাত্রফ্রন্ট,নজরুল ইসলাম যুব সেচ্ছাসেবক সভাপতি গাজীপুর মহানগর,রাজু মৃধা সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগর,মোছাম্মাদ লিমা সিকদার, সাধারন সম্পাদিকা মহিলাফ্রন্ট গাজীপুর মহানগর,মোসাম্মাদ তামান্না আকতার সভানেত্রী ছাত্রফ্রন্ট গাজীপুর মহানগর,

মোছাম্মাদ রাজিয়া সুলতানা, সভানেত্রী মহিলাফ্রন্ট গাজীপুর মহানগর,মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর। মোঃ দেলোরার হোসেন পাটুয়ারী যুগ্ম সাধারন সম্পাদক জাকের পার্টি গাজীপুর মহানগরসহ স্থানীয় জাকের পার্টির নেতৃনেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন,ইমান ও আকিদার ওপর ভিত্তি করে জাকের পার্টি পথ চলে। জাকের পার্টির নেতাকর্মীদের মধ্যে ক্ষমতার লোভ নেই। তাই হালুয়া-রুটির ভাগাভাগি বা কামড়াকামড়ি নেই। জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ।
অতিথিরা আরও বলেন, জাকের পার্টির ধান্দাবাজি, চাঁন্দাবাজিতে বিশ্বাস করে না। জাকের পার্টির মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সুশৃঙ্খল ও সুসজ্জিত একটি দল।