পূবাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি সংবাদ প্রকাশের তীব্র নিন্দা

গাজীপুর মহানগরীর পূবাইলে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পূবাইল থানা বি এন পি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়ে পূবাইল সনাতন ধর্মের লোকেরা জানান গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পূবাইল ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও আপন ভূবনে আসন্ন শারদীয় পূজা উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় পূবাইলের প্রতিটি পূজা মন্ডপের সনাতন ধর্মালম্বীদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।ঐ মতবিনিময় সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন আমাদের হিন্দু সম্প্রদায় আসন্ন শারদীয় পুজা নির্বিঘ্নে করার লক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন,এবং আমাদের পূজা পার্বণ নির্বিঘ্নে করতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দদেরকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ঐ মত বিনিময় সভাটি একটি ধর্মীয় মতবিনিময় সভা।এটা কোন রাজনৈতিক সভা সমাবেশ ছিল না, সভাটি ছিলো আসন্ন পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ছিল জোর প্রচেষ্টার একটি অংশ

কিন্তু একটি কুচক্রী মহল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার লক্ষে ওই মতবিনিময় সভার ছবি ব্যবহার করে ১৯ সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে, উক্ত সংবাদের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।