পূবাইলে যুবদল আহবায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

গাজীপুর মহানগরীর পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে । অপপ্রচারের বিষয়টি মুজিবুর রহমানের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ফেসবুক প্রোফাইলের বিরুদ্ধে স্থানীয় পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ যুবদল নেতা ।

সাধারণ ডায়েরি সুত্রে জানা গেছে সত্যের সন্ধানে বি এন পি ও পূবাইলের জনগন নামে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান কে নিয়ে নানান সময়ে কুরুচিপূর্ণ পোষ্টা করে হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ডায়েরি তে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, পূবাইলে যুবদলের একটি সুনাম আছে, যা নষ্টে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি আইনি পদক্ষেপ ও চালিয়ে যাচ্ছি, আশা করছি দ্রুতই অপরাধী ধরা পরবে।