গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের সময় হাবিব পাম্পের সামনে বাইপাস টু গাউসিয়া গামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নিহতরা হলেন— শান্ত (১৫), পিতা মানিক মিয়া, সাং- তালটিয়া পূর্বপাড়া এবং লিখন (২১), পিতা জামান মিয়া, সাং- তালটিয়া বাথানবাড়ী। তারা দু’জনেই গাজীপুর মহানগরের পুবাইল এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় তারা অসাবধানতাবশত মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুবাইল থানা পুলিশ ও মোবাইল-৬ টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ডিউটিরত এসআই মোঃ নাসির উদ্দিন স্থানীয় জনগণ ও নিহতদের স্বজনদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ দুটি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গীতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,এ দুর্ঘটনার ঘটনায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না।