পূবাইলে বোর ধানের জমির উপর অবৈধ বালির পাইপলাইন জমি বিনষ্ট,

গাজীপুর মহানগরীর পূবাইল সোড়ল এলাকায় জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের ফসলি (ধানের) জমিতে ড্রেজার বসিয়ে কৃষি জমির উপর দিয়ে প্রায় ১কি:মি: অবৈধ বালির পাইপ লাইন স্থাপন করে বালু ড্রেজিংয়ের কাজ করছে বলে অভিযোগ উঠেছে স্হানীয় দলিল উদ্দিন দুলালের ছেলে সাখাওয়াত ও একটি অসাধু চক্রের বিরুদ্ধে ।প্রতিনিয়ত ড্রেজিংয়ের কারণে পাইপ লাইন খুলে জমির উপর বালু পড়ে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। ভুক্তভোগী কৃষি পরিবার স্হানীয় ভূমি অফিস, সিটি কর্পোরেশন ও থানায় অভিযোগ দায়ের করে ও কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানান অসহায় পরিবার।উল্টো হিন্দু সম্প্রদায়ের কৃষকদের সাখাওয়াত ও তার দস্যু বাহিনী নানাভাবে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে সোড়ল সরেজমিন পরিদ্শনে আসেন স্হানীয় পূবাইল ভূমি অফিস কর্মকর্তা আরিফ উল্লাহ ও পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম তারা ঘটনার সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন কিন্তু দুলালের ছেলে সাখাওয়াত আইনের তোয়াক্কা না করে সন্ধ্যার পর পুনরায় ড্রেজার বসিয়ে সারা রাত অবৈধ পন্থায় বালি ভরাটের কাজ চালিয়ে যায়।গরীব অসহায় কৃষকের পক্ষে সোড়ল গ্রামের জীতেন্দ্রনাথ চন্দ্রের ছেলে বাদল চন্দ্র দাস পূবাইল থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করেন।পূবাইল সোড়ল গ্রামে দলিল উদ্দিন দুলালের ছেলে সাখাওয়াত, গিয়াসউদ্দিনের ছেলে মামুন অশোক ও সালাম মোল্লা মিলে গত ১ বছর যাবত প্রায় ১৫ জন কৃষকের ফসলি জমির উপর দিয়ে বালু ড্রেজিংয়ের জন্য পাইপ লাইন স্থাপন করেছে। এতে প্রায় ২০ বিঘা জমিতে ধান চাষের কাজ করতে পারছে না কৃষকরা।

অভিযোগে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সোড়লের অসহায় কৃষকরা জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপনে বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে তেড়ে আসে। জমির উপর দিয়েই তারা ড্রেজিংয়ের পাইপ স্থাপন করবেই। যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে তাদের এই জমিতে পুতে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন তারা। জমিতে না যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে যাচ্ছে। কৃষকদের যেকোনো সময় খুন বা গুম করার হুমকিও দিচ্ছে তারা। বর্তমানে কৃষক ও তাদের পরিবার পরিজনেরা দুঃচিন্তার মধ্যে জীবন যাপন করছে বলে জানায় হিন্দু ধর্মালম্বীরা।উল্লেখ্য দুলালের ছেলের বিরুদ্ধে খাস ও অন্যের জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।