পূবাইলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাঝুখান কিংস একাদশ বনাম আর টি রয়েল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৯০ মিনিটের খেলায় দুই দলের ৩-৩ গোল অর্জনের পর ট্রাইব্রেকারে বিজয়ী হন আর টি রয়েল ক্লাব।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপি’র যুগ্ন সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

মাঝুখান যুবসমাজের আয়োজনে প্রীতি টুর্নামেন্টে সভাপতিত্ব করেন পূবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক মো.সোহেল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক,মো. আবুল হোসেন,পূবাইল থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো.খালেদ মোশাররফ,৪০নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউল আলম,পূবাইল থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লা,থানা শ্রমিক দলের সহ সভাপতি সাইফুল ইসলাম,পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম,দৈনিক দেশ বর্তমান পত্রিকার পূবাইল প্রতিনিধি মো. লিটন মিয়া,মানবকন্ঠের পূবাইল প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি মো. ফয়সাল ভূইয়া, দৈনিক দেশান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আসিফ রায়হান,জনতার সময়ের পূবাইল প্রতিনিধি জাহিদ হাসান প্রভাস প্রমুখ।

পরে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।