পূবাইলে পূর্ব শত্রুতার জেরে চারা গাছ কর্তন,থানায় অভিযোগ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি শেখ পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে চারা গাছ কেটে ফেলা এবং ডেঙ্গায় মাছ ধরিয়া ক্ষতিসাধন ও হামলার ঘটনা ঘটেছে।

থানার অভিযোগ সূত্রে জানা যায় যে,গত শুক্রবার দুপুরে বাদী শেখ মজিবুর তার পৈতৃক জমিতে লাগানো চারা গাছ দেখার জন্য তার স্ত্রীকে পাঠালে অভিযুক্ত মাছুম ও রাজু সহ আরও কয়েকজন তার উপর হামলা করে ।

মামলার বাদী মজিবুর রহমান জানান, দীর্ঘ দিন যাবৎ আমার পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করে রেখেছে,গত শুক্রবার আমার স্ত্রীকে মারধর করে,আমার লাগানো ৪০টির মত চারা গাছ কেটে ফেলে,ডেঙ্গায় মাছ ধরিয়া ক্ষতিসাধন করে আমি আমার পৈতৃক সম্পত্তি ফেরত চাইতে আসলে মাছুম ও তার পরিবারের লোকজন আমাদের উপর একাধিক বার হামলা করে , মাছুম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে,তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দা, শেখ মোজাম্মেল হোসেন জানান, উক্ত ঘটনা আমি শুনেছি, আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছি জমির ঝামেলা মিমাংসা করে দেওয়ার জন্য।
আমরা আবারও দুই পক্ষকে সাথে নিয়ে সমাধানের চেষ্টা করব,
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিরুল ইসলাম বলেন,এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।