পূবাইলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ- ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল,
গাজীপুর মহানগরীর পূবাইলে শুক্রবার বাদ জুমা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ- ৫ দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল ও সমাবেশ “যদি না হয় সংস্কার, ফিরবে আবার স্বৈরাচার—সব দলের দেখা শেষ, জামায়াতে ইসলামের বাংলাদেশ” এই স্লোগানে মুখরিত হয় পূবাইল এলাকা।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী খায়রুল হাসান, পাশাপাশি পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, নায়েবে আমীর অ্যাডভোকেট মোঃ শামীম মৃধা, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাহমুদুল হাসান, এবং পূবাইল থানা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।
মিছিলটি মাজুখান এলাকা থেকে শুরু হয়ে মীরের বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।