গাজীপুর মহানগরীর পূবাইল ৪২ নং ওয়ার্ড হারবাইদ নন্দিবাড়ী এলাকায় পূর্ব শত্রুতা নিয়ে জমি সংক্রান্ত জেরে খড়ের গাদায় আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে ঐ এলাকার মৃত আবুল হাশেমের তিন ছেলে সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।
ক্রয় সূত্রে জমির মালিক আইমুদ্দিন সরকার জানান,দীর্ঘ ২৫ বছর পূর্বে আমি আমার নিকট আত্মীয় থেকে বিভিন্ন দলিল মূলে নন্দিবাড়ী মৌজায় ১ একর ২০ শতাংশ জমি ক্রয় করি। জমি কেনার পর হতে আমার প্রতিবেশী আমার চাচাতো ভাই মৃত আবুল হাশেম সরকারের ছেলে নাঈম,খসরু,আমিনুল সরকার বুলবুলসহ নবীন রিপন ইসলাম উদ্দিন আমার সাথে জমি নিয়ে শত্রুতা পোষণ করে আসছে।গত ২০ জানুয়ারি সকালে আমি আমার ক্রয়কৃত জমিতে থাকা খড়ের গাদা থেকে খড় আনতে গেলে শুনতে পাই উল্লেখিত ব্যক্তিগণ আমার খড়ের গাদায় আগুন লাগিয়েছে এবং জমির চারপাশে থাকা কাঁটাতারের বেড়া কেটে নিয়ে গেছে সীমানায় দেওয়া খুঁটি তুলে ফেলেছে এবং জমিতে থাকা বিদ্যমান গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে নিয়ে গেছে।
তিনি আরো জানান ক্রয়কৃত এক একর ২০ শতাংশ জমিতে স্বাধীনভাবে ভোগদগল করতে দেয় না তারা প্রতিবাদ করলে হুমকি ও ভয়ভীতি দেখান।এর পূর্বে একাদিকবার আবুল হাশেমের ছেলেদের দ্বারা মারধরের শিকার ও লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জমির মালিক বৃদ্ধ আইমুদ্দিন সরকার নিকটস্থ পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।