পূবাইলে জনতার হাতে ৫ ডাকাত আটক

গাজীপুর মহানগর পূবাইলে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাত কে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার রাতে পূবাইল মাজুখান ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

গত প্রায় ০১ বছর যাবত কার্যক্রম বন্ধ থাকা ফ্যাক্টরিতে রাত ৩টার দিকে ডাকাতদল অবস্থান নিলে টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা (এসিস্টেন্ট এডমিন) মো:বাবুল কে খবর দেয়।

বাবুল ফ্যাক্টরি এসে পূবাইল থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আহত অবস্থায় ৫ ডাকাতসহ তাদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন, জামালপুর জেলা সদর থানার শ্যামপুর এলাকার আ:রহিম মিয়ার ছেলে চান মিয়া (২৯),গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার মাঝুখান পশ্চিম পাড়া আ:লতিফের ছেলে মো:মামুন(৩০),বি-বাড়িয়া জেলার নবীনগর থানা কাইতলার মৃত খুরশেদ আলমের ছেলে মো:রাসেল (২৭),চাঁদপুর জেলা ফরিদগঞ্জ কাটালী এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মো:সোহাগ,শেরপুর নাকলা থানা বাদাগুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল (২৬)।

এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন বাবুল।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানায়,নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।