গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান এলাকায় ক্রয়কৃত জমিতে প্রবেশ করে, ভাঙচুর,হামলার ঘটনা ঘটেছে।থানার অভিযোগ সূত্রে জানা যায় যে, সোমবার দিবাগত রাতে বাদী শাহাদাত হোসেন এর রেজিষ্ট্রিকত বায়না করা বিন্দান মৌজার এস,এখতিয়ান ১৩১,আর এস, খতিয়ান ১৯২,এস এ,দাগ নং ৬৮০,আর ,এস,দাগ নং ১৩৯৯, জোত নং ২৮ ৫৪ এক একর ২৩ শতাংশ জমিতে বাছির আহম্মেদ (৫০) মোতালেব খান (৬৫) মামুন পারভেজ তন্ময় (৪০) সাইফুল ইসলাম (৩০)লিজন সরকার(২৬)জাহাঙ্গীর (২৫)সহ আরও অজ্ঞাতনামা ১০-১২ জন দেশী ও অস্ত্রশস্ত্র নিয়ে বাউন্ডিরর ভিতর প্রবেশ করে টিনশেড ঘর,জমির সাইনবোর্ড,রোপন করা বিভিন্ন চারা গাছ কেটে ফেলে । মামলার বাদী শাহাদাত হোসেন তামিম জানান, জমিতে প্রবেশ করে ভাংচুর করে,আমার সিকিউরিটি গার্ড চাঁন মিয়াকে মারধর করে তার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে চলে যায় ।স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, উক্ত ঘটনার পর রাতে ঘটনা স্থলে এসে দেখি হামলা চালিয়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে, উক্ত ঘটনার যেন সঠিক বিচার হয় ।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম বলেন,এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।