পূবাইলের মিরের বাজার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জনতা স্মার্ট বাজারের পরিচালক বৃন্দ ও আড়তদার ব্যাবসায়ীদের উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বাদ এশা গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ড এর মিরের বাজার কামাড়গাও স্মার্ট কাঁচা বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন শিকদার বকুল, পূবাইল থানা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,, ৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, জনতা স্মার্ট বাজারের চেয়ারম্যান কামাল হোসেন,পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব মোল্লা,পূবাইল থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলম,পূবাইল থানা যুবদলের ১নং যুগ্ন আহবায়ক সোওরাব হোসেন,গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাজীব ভূইয়াসহ পূবাইল থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।