রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৪৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে অন্তত ১১টি মামলা দায়ের হয়েছে।
রবিবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় পুলিশ ও ভুক্তভোগীরা বাদী হয়ে পৃথক ১১টি মামলা দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কেএন নিয়োতি রায়।
রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, বংশাল, বিমানবন্দর ও সূত্রাপুর থানার পুলিশ উপ-পরিদর্শকরা (এসআই) এবং ভুক্তভোগী লোকজন এসব মামলা দায়ের করেন।
দায়েরকৃত এসব পৃথক মামলায় ৪৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে; এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে। বিএনপির সিনিয়র নেতারা এসব মামলা থেকে বাদ পড়েছেন।
এদিন দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ১১টি মামলায় বিএনপির ১৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, দায়েরকৃত এসব মামলার বাইরেও আরো কয়েকটি থানায় (দারুস সালাম, ডেমরা ও উত্তরা পশ্চিম থানা) বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার বিএনপির কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সশস্ত্র অবস্থান ও সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক হোসেন বলেন, পুলিশের কার্যক্রমের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমে কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে, সাভারের আমিনবাজার এলাকা থেকে ককটেল সাদৃশ্য ৬টি বিস্ফোরক উদ্ধার, আশুলিয়ার নিরিবিলি এলাকায় বাসে অগ্নিসংযোগ-ভাংচুর ও রসায়ন মোড় এলাকায় রিক্সা পোড়ানোর পৃথক ৩টি ঘটনায় বিএনপির অন্তত দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে সাভার ও আশুলিয়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।