পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম বন্দরের কাজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে আবারও পুরোদমে শুরু হয়েছে। সাগরে পাঠিয়ে দেওয়া পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ফেরত আনা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে চারটি জাহাজ জেটিতে আনা হয়েছে। জাহাজে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম শুরু হয়েছে। বন্দর চত্বর থেকেও পণ্য খালাস শুরু হয়েছে।

গতকাল বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। ‘অ্যালার্ট-৩’ অনুযায়ী, জেটি থেকে সব জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের সময় জেটিতে জাহাজ রাখা হলে ঢেউ ও ঝড়ে জেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। জাহাজ ডুবে চ্যানেল অচল হয়ে যেতে পারে। এ জন্য ঘূর্ণিঝড়ের আগে সব জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গত সোমবার বেলা সাড়ে ১১টার মধ্যে বন্দর জেটি থেকে ১৮টি জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়। ফাঁকা হয়ে পড়ে বন্দর জেটি। বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জেটিতে জাহাজ ফেরত আনা হচ্ছে। বন্দরে সব কার্যক্রমও শুরু হয়েছে।