২০২২ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার এ কীর্তির সম্মাননা হিসেবে সোমবার (২২ মে) নিজের ওয়ানডে ক্যাপটি বুঝে পেয়েছেন এই অলরাউন্ডার।
২০২২ সালে ব্যাটিং–বোলিং দুই বিভাগেই দারুণ সময় কাটিয়েছিলেন মিরাজ। পরবর্তীতে সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন তিনি।
গেল বছর বল হাতে ১৫ ওয়ানডেতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে ৪ উইকেট। এছাড়া ব্যাট হাতে নিজের নামের পাশে ৬৬ গড়ে ৩৩০ রান যোগ করেছিলেন। যেখানে ছিল সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।