পুতিনের মুখোমুখি আরেক ‘পুতিন’

নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্করণের সম্মুখীন হয়ে বাকরুদ্ধ হয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বার্ষিক প্রশ্নোত্তর পর্বে এআই দিয়ে তৈরি প্রতিরূপের প্রশ্ন শুনে অবাক হয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এদিন রাজধানী মস্কোয় গণমাধ্যম এবং রাশিয়াজুড়ে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে বছরশেষে প্রশ্নোত্তর পর্বে ভিডিও লিংকে যুক্ত থাকা অনেকেরই প্রশ্নের উত্তর দিয়েছেন পুতিন।

সেখানেই এআই দিয়ে তৈরি নিজের প্রতিরূপের প্রশ্নেরও মুখোমুখি হন তিনি।  কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে পুতিনকে প্রশ্ন করে তার ‘এআই প্রতিরূপ’।  এতে অবাক বিস্ময়ে কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলেন তিনি।

ওই অনুষ্ঠানে পুতিনকে তাঁর এআই সংস্করণ বলেন , ‘হ্যালো, আমি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।  আমি জানতে চাই, আপনার কি সত্যিই বহু ‘ডাবল’ রয়েছে?  এবং এটাও জানতে চাই, ‘এআ’ আমাদের জীবনে যে বিপদ ডেকে আনছে, এসম্পর্কে আপনার মত কী?’

নিজের এই সংস্করণের প্রশ্ন শুনে পুতিন কিছুক্ষণ চুপ হয়ে থাকেন।  পরে তিনি বলে ওঠেন, ‘আমি দেখতে পাচ্ছি আপনি আমার মতোই দেখতে। কথাও বলছেন আমারই মতো।  কিন্তু আমার মনে হয় শুধুমাত্র একজনকেই আমার মতো হতে হবে এবং আমার কণ্ঠে কথা বলতে পারবে, আর সে হলো শুধু আমি। ‘

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তি নিয়ে হইহই চলছে সারা পৃথিবীতেই।  এই অবস্থায় পুতিনের সামনে আর এক পুতিনের উপস্থিতি নতুন করে চমকে দিল সকলকে।

পশ্চিমা গণমাধ্যমে সম্প্রতি জল্পনা ছড়ায় যে, পুতিনের স্বাস্থ্যসমস্যার কারণে তার একাধিক প্রতিরূপ তৈরি করা হয়েছে, যাতে পুতিনের অনুপস্থিতিতে সেগুলো জনসম্মুখে উপস্থিত করার যায়।  যদিও ক্রেমলিন এমন কথা অস্বীকার করেছে এবং প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য ভালো আছে বলে জানিয়েছে।