পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। আপাতত তাকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক করা হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পাচ্ছেন তিনি। সিরিজে ওয়াসিমের ঘোষিত দল বিশ্লেষণের দায়িত্বও থাকবে আফ্রিদির ওপর। আফ্রিদির সাথে নতুন নির্বাচক প্যানেলে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক এবং রাও ইফতিখার আনজুমকেও।
গত এপ্রিলে প্রধানমন্ত্রীত্ব ছাড়েন ইমরান খান। এরপর থেকেই রব ওঠে পাকিস্তানের ক্রিকেটে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। দুই দিন আগে পিসিবির চেয়ারম্যান পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে শুরু হয় সেই যাত্রা। এর পরের ঝড়টা যায় মোহাম্মদ ওয়াসিমের ওপর দিয়ে। প্রধান নির্বাচক পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে আপাতত সে দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন নির্বাচক কমিটির কাছ থেকে ‘সাহসী’ সিদ্ধান্ত আশা করছেন বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান পদ ফিরে পাওয়া নাজাম শেঠি। এক বিবৃতিতে নাজামের ভাষ্য, ‘ক্রিকেটীয় জীবনে আফ্রিদি ছিলেন ভয়ডরহীন ক্রিকেটার। ভয়ডরহীনভাবে খেলেছেন সব ধরনের ক্রিকেট। সাফল্যের সঙ্গে সব ধরনের ফরম্যাটে রয়েছে ২০ বছরের ক্রিকেট খেলার অভিজ্ঞতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তিনি সবসময় তরুণ প্রতিভাকে সমর্থন করেন।’
আফ্রিদির নাম মূলত নাজাম শেঠির নেতৃত্বাধীন ম্যানেজমেন্ট কমিটিতে ছিল। কিন্তু তিনি তার (আফ্রিদি) দাতব্য ফাউন্ডেশনে মনোযোগ দিতে চান। তাই এই কমিটি থেকে বের হতে চেয়েছিলেন। অবশ্য শুক্রবার কমিটির প্রথম বৈঠকে অনলাইনে যোগ দেন আফ্রিদি।