পিএসজিতে দোন্নারমাকে চান না এনরিকে

ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারমাকেও বিদায় দিতে চান পিএসজির নতুন বস লুইস এনরিকে।  নতুন কোচের পছন্দের তালিকায় নেই ইউরোজয়ী গোলরক্ষক।  তার বিকল্প ভাবতে ইতোমধ্যে তিনি ক্লাব কর্তৃপক্ষকে বলে দিয়েছেন।

বাজে একটা মৌসুম কাটিয়ে নতুন করে পুরো দল গোছাচ্ছে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)।  বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকে ফরাসি ক্লাবটির দায়িত্ব নিয়েছেন।  এরপরই তারুণ্য নির্ভর শক্তিশালী স্কোয়াড গড়ার মিশনে নেমেছেন তিনি।

এরই মধ্যে বিদায় নিয়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস।  কিলিয়ান এমবাপেও যাই যাই করছেন।  এবার দলটিতে থাকা ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারমাকেও বিদায় দিতে চান এনরিকে।

ফুটবলে স্বাভাবিক একটা চিত্র প্রায় সময়ই দেখা যায়, তা হচ্ছে নতুন কোচের সঙ্গে সঙ্গে নতুন করে স্কোয়াড গঠন।  দলে নতুন কোচ আসা মানেই কিছু খেলোয়াড়ের বিদায় ঘটবে, আসবে নতুন কিছু খেলোয়াড়।  পিএসজিও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।  তবে দোন্নারুমাকে নিয়ে এতদিন কিছু শোনা না গেলেও, তিনি পছন্দের তালিকায় নেই স্প্যানিশ কোচের।  তার বিকল্প ভাবতে ইতোমধ্যে তিনি ক্লাব কর্তৃপক্ষকে বলে দিয়েছেন।