ক্যারিয়ারের শুরুতেই পরপর কয়েকটা হিট সিনেমার সুবাদে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন শরিফুল রাজ। পরাণ, হাওয়া আর দামাল দিয়ে বাজিমাত করা এ নায়ক নতুন সিনেমার জন্য নাকি ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন। এজন্য নতুন ছবির প্রস্তাব আসলেও সেগুলোতে যুক্ত হতে পারছেন না তিনি।
ঢালিউডে এটা বিরল ঘটনাই বটে। কেননা, শাকিব খান ছাড়া এত বেশি পারিশ্রমিক ঢালিউডে আর কেউ নেন বা পান বলে শোনা যায়নি আগে।
পারিশ্রমিক প্রসঙ্গে মুখ খুললেন রাজও। তিনি জানান, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন, তা মোটেও ‘অতিরিক্ত’ নয়।
রাজ বলেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবেন, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’
এ কারণে ছবি হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে কি না জানতে চাইলে রাজ জানান, তিনি এটা নিয়ে একদমই ভাবেন না। ক্যারিয়ারের এই সময়টাতে সবকিছু বুঝেই পা ফেলতে চান এ তারকা।