পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনীতি ‘ক্রমেই শক্তিশালী হচ্ছে’ বলেই বিদেশিরা আগ্রহী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ; তার বিবেচনায় এই আগ্রহ দেশের জন্য ইতিবাচক।  শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের এক বছর আগে বিদেশিদের ‘আনাগোনা বৃদ্ধি’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মূল্যায়ন করেন।

বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের নানা বক্তব্যে আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যেই বিরক্তি প্রকাশের মধ্যে আগের দিন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র্রদূতদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  ওই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেখানে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।  আমরাও চাই দেশে আগামী নির্বাচনে বিএনপিসহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক।
হাছান মাহমুদ বলেন, বিদেশিদের আনাগোনা সবসময় ছিল।  বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো, তারা বাংলাদেশের ওপর ইন্টেরেস্ট ফিল করছে।

তিনি বলেন, বাংলাদেশ যেহেতু ইমার্জিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবে। আমাদের বাণিজ্য বহুমুখী হবে, আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারব।  তাদের আগ্রহ আছে বিধায় আসছে, এটি দেশের জন্য ভালো।

এ সময় বর্তমান সরকারের ১৪ বছরে বাংলাদেশের অর্থনীতির ‘এগিয়ে যাওয়ার বিষয়টি’ও তুলে ধরেন তথ্যমন্ত্রী।  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হয়েছে, সেটি নিশ্চিত করা সম্ভব হবে কি না- এমন প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে।  জবাবে তিনি এটি নিশ্চিতে ‘বিএনপির দায়িত্ব’ স্মরণ করিয়ে দেন।

হাছান মাহমুদ বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা।

তিনি বলেন, কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায়, তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা অগ্রহণযোগ্য করার দায়দায়িত্ব তাদের।  আমরা চাই একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যাবে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রেখেছেন, সে বিষয়েও প্রতিক্রিয়া জানান হাছান। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত¡াবধায়ক সরকার নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘ওনারা পাকিস্তানকে কেন এত অনুকরণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন? বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না।  ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে, ইউরোপের বিভিন্ন দেশসহ সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে।  চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।  পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।