এবারের এশিয়া কাপে মূল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড হলেও বেশির ভাগ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তার আগে নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরও একটি সিরিজ আয়োজন করতে পারে দ্বীপদেশটি। আগামী মাসে কলম্বোয় হতে পারে আফগানিস্তান-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এরই মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে স্টেডিয়াম ভাড়ার জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে এসএলসি রাজি হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর।
কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পাকিস্তান-আফগানিস্তান সিরিজের আয়োজক এসিবি। তবে সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।