সাজঘরে ফিরলেন লিটন-তামিম,বাংলাদেশ ১০ ওভার শেষে ৫৪/২

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ

ইংল্যান্ড বধের মিশন নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দারুন সূচনা করে বাংলাদেশ।  শুরুতেই ভালো খেলছিলেন ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস।  শুরু থেকে মারমুখি ছিলেন তামিম।  লিটনও মারমুখি হয়ে ওঠার চেষ্টা করছিলেন।  যে কারণে দেখা গেলো ৫ম ওভারে ক্রিস ওকসের ৪র্থ বলটিকে স্কয়ার লেগের ওপর দিয়ে সোজা বাউন্ডারির ওপারে নিয়ে ফেলেন লিটন দাস।

কিন্তু দুর্ভাগ্য তার। ছক্কা মারার পরের বলেই এলবিডব্লিউ হয়ে গেলেন বাংলাদেশ দলের এই ওপেনার।  ওকসের বলটি অফ স্ট্যাম্প ঘেঁষেই বাইরে বেরিয়ে যাচ্ছিল। ব্যাট এবং প্যাড একসঙ্গেই পেতেছিলেন লিটন।  কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে বলটি প্যাড ছুঁয়ে চলে যায়।  জোরালো আবেদন তুলতেই আম্পায়ার তানভির আহমেদ আঙ্গুল তুলে দিলেন।

রিভিউ নিয়েছিলেন লিটন এবং তামিম। কিন্তু লাভ হলো না। আম্পায়ারস কল। বল অফস্ট্যাম্প হয়তো মিস করতো না।  তবে একেবারে আলতো ছুঁয়ে যাওয়ার মত বল ছিল। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখলেন টিভি আম্পায়ার সরফুদ্দৌলা। ১৫ বলে ৭ রান করে বিদায় নিলেন লিটন।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩।  ১৭ রান নিয়ে ব্যাট করছেন তামিম ইকবাল এবং উইকেটে নামা নাজমুল হোসেন শান্ত রানের খাতা খুলতে পারেননি।

ইংল্যান্ডের জন্য যেমন চ্যালেঞ্জ বাংলাদেশের স্লো পিচে মানিয়ে নেওয়া, বাংলাদেশের সামনে তেমন জোফরা আর্চার বা ক্রিস ওকসদের পেস-বাউন্সে কেমন করে তার পরীক্ষা।  এই পরীক্ষায় বাংলাদেশ উতরাবে কিনা সেটি জানা যাবে ম্যাচ শেষে।  তবে আপাতত যেটুকু হলো তাতে বলা চলে চাইলে আরেকটু বেশি সফল পারতো।

কিন্তু পাওয়ার প্লের শেষ ওভার আক্রমণে এসেই ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন উড।  এই পেসারের ১৪৭ কিলোমিটার গতির তৃতীয় বলটি হুট করে লাফিয়ে ভেতরে ঢোকে।  তামিম যেন বুঝতেই পারলেন না বল।  তার কনুইয়ে লেগে আঘাত হানে স্টাম্পে।  চারটি চারে ৩২ বলে ২৩ রান করে ফেরেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার।

পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও ভালোই রান করেছে স্বাগতিকরা।  ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চার।