পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি পর্যায়ে আরও এক দফা বাড়ল বিদ্যুতের দাম।  ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে।  মূল্যবৃদ্ধির পরিমাণ শতকরা হিসেবে ১৯.৯২ শতাংশ।  ডিসেম্বরে এটি কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেন।

পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বিইআরসি এই সিদ্ধান্ত নিলো।

তবে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

চলতি বছরের ১২ জানুয়ারি বিইআরসির কাছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।  পিডিবির আবেদনকে অযৌক্তিক ব্যাখ্যা করে সে সময় তা নাকচ করে দেয় বিইআরসি।

এর এক মাস পরই দাম বাড়ানোর কিছু যৌক্তিক কারণ তুলে ধরে পুনরায় আপিল করে পিডিবি।  পিডিবির আপিলের ওপর গণশুনানি করে গত ১৩ অক্টোবর দাম না বাড়ানোর ঘোষণা দেয় কমিশন।

গত ১৪ নভেম্বর পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর জন্য রিভিউ আপিল করে পিডিবি।  সেটি পুনরায় যাচাই-বাছাই করে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিলো বিইআরসি।

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিটপ্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়।