চট্টগ্রামে আসামি পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে পাঁচজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানোর সময় গত ৫ জানুয়ারি মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চু কৌশলে পালিয়ে যায়।
এর আগে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অন্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখকে ফাঁকি দেয় আসামি বাচ্চু।
এ ঘটনায় পরদিন নগরের কোতোয়ালী থানায় জেলা সদর আদালতের পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ মামলা করেন।