চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে আওয়ামী লীগের জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) বিকাল তিনটা ১৫ মিনিটের দিকে মঞ্চে আসন নেন জনসভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভা। মঞ্চে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
১০ বছর ৯ মাস পর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জনসভা সঞ্চালনা করছেন।
জানা গেছে, পলোগ্রাউন্ডের জনসভা থেকে দলীয় প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণকে ‘স্মার্ট বাংলাদেশ’ এর রূপরেখা দেবেন। প্রধানমন্ত্রী চট্টগ্রামের ৩০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।