পরিবহন ধর্মঘট তুচ্ছ করে আসছেন নেতাকর্মীরা

সিলেটে কাল বিএনপির গণসমাবেশ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার (১৯ নভেম্বর)।  এরইমধ্যে আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।  এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

গণপরিবহন ধর্মঘটের কারণে আজ সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী কোনো বাস ছেড়ে যায়নি বা কোনো বাস সিলেটে প্রবেশ করেনি।  একই অবস্থা সিলেটের সবচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলীতেও।  সেখান থেকেও আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ করে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।  টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।  অনেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ করেন।  কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হয়েছেন।

এই ধর্মঘট ডাকার পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ বিএনপির নেতাদের।  শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।  বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে উপস্থিত হতে নানা বিড়ম্বনায় পড়েন, সেজন্যই এ ধর্মঘট ডাকা হয়েছে বলে দাবি তাদের।

গণপরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ

 

জেলা শ্রমিক ঐক্য পরিষদ জানায়, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।  এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।

তবে পরিবহন ধর্মঘটসহ নানা বাধা-বিপত্তি আসবে এমনটা মাথায় রেখেই সিলেটে সমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন সমাবেশস্থলে।  কয়েক হাজার নেতা-কর্মী রাতে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেন।  তারা রাতভর বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে স্লোগান দেন।   এছাড়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও নানা স্লোগান ওঠে।  ধর্মঘট দলটির নেতাকর্মীদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সমাবেশে যোগ দিতে আসা একজন বলেন, ‘রাতভর নেতাকর্মীরা উৎসবের আমেজে কাটিয়েছেন।  কোনো বাধাই মানুষকে দমিয়ে রাখতে পারবে না।’