পদ হারালেন যুবদলের কথিত আহব্বায়ক নাসির
বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ের সুস্পষ্ট অনুসন্ধানে সন্দ্বীপ উপজেলার পৌর যুবদল আহব্বায়ক নাসির উদ্দিনের অপকর্মের বিরুদ্ধে “সন্দ্বীপে লুটপাট এর রাজত্ব কায়েম করছে কথিত যুবদল নেতা নাসির” এই শিরোনামে তথ্য প্রমাণ সহকারে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসে জেলা ও কেন্দ্রীয় যুবদল।
অভিযোগ নিশ্চিত হওয়ায় মাত্র ১৫ দিনের মধ্যেই তাকে পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন বিরোধী সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সন্দ্বীপ পৌর যুবদলের আহব্বায়ক নাসির উদ্দিন কে তার স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত নেতৃবৃন্দের সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে নাসিরের অব্যাহতিকে স্বাগত জানিয়েছে ভুক্তভোগী সাধারন জনগন। সাধারন জনগনের দাবি অভিযুক্ত নাসির এবং তার কর্মীদের ভাঙ্গচুর লুটপাটের জন্য তাদের আইনের আওতায় আনা জরুরী, যাতে পরবর্তীতে এই ধরনের কর্মকান্ড আর কেউ না করতে পারে।