পদ্মার তীব্র ভাঙনে প্রাথমিক বিদ্যালয়টি আংশিক নদীগর্ভে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ পদ্মানদীতে ভেঙে পড়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া।

তিনি জানান, বিদ্যালয়টি পুরোপুরি ধ্বসে পড়ার ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের পার্শ্ববর্তী ধূলশুড়া প্রাথমিক বিদ্যালয়ে আপাতত ক্লাস করতে বলা হয়েছে।

এ বিষয়ে ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান জানান, সোমবার (২১ আগস্ট) রাতে ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে ১২টি পরিবার।  মঙ্গলবার (২২ আগস্ট) রাত ২টায় স্কুলের আংশিক ধসে গেছে।  পদ্মা ভাঙন ঝুঁকিতে রয়েছে বিদ্যালয়ের বাকি অংশ ও অর্ধ শতাধিক বাড়িঘর।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন,‘হঠাৎ করেই সোমবার রাতে কয়েকটি বাড়ি বিলীন হয়ে গেছে।  গতকাল রাতে বিদ্যালয় ভবনটির আংশিক ধ্বসে গেছে।  বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ডাম্প করছে।  বাড়িঘরগুলো রক্ষা করার চেষ্টা চলছে।  আশা করি ভাঙন রোধ সম্ভব হবে। ’