চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা এবং পরোয়ারা জারি থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নগরীর সিএমপি ইপিজেড থানার এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার কেইপিজেড সংলগ্ন উত্তর পাশে ফনিন্দ্র কুমার শীলের বিল্ডিংয়ের দক্ষিণ পাশে ১২০ লিটার দেশীয় মদসহ রতন কান্তি দাস নামের একজনকে আটক করা হয়েছে।
এসআই বিল্লাল জানান, আটকৃত রতনের বিরুদ্ধে ইপিজেড থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পতেঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামীকে এএসআই মিজান সঙ্গীও ফোর্সসহ গত ১৫ নভেম্বর রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে মো. ফারুক হোসেন ও মো. কাদেরকে গ্রেফতার করা হয়।
দুই থানার আটক ধৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত ডিউটি অফিসার।