দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ সময়ে ব্যাপক জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ৪১ নং ওয়ার্ডের ১৪নম্বর এলাকা থেকে প্রচারণা শুরু করেন জিয়াউল হক সুমন।
এদিন বিজয়নগর, নিজাম মার্কেট, ফুলছড়ি পাড়া, ডেইল পাড়া, চৌধুরী পাড়া, আলীর দোকান, মাইজপাড়া সহ আশপাশের এলাকায় প্রচারণা চালান তিনি।
এ সময় জিয়াউল হক সুমন বলেন, ‘কেটলির গণসংযোগ গণজোয়ারে পরিণত হয়েছে। আমি আপনাদের এলাকায় দোয়া চাইতে এসেছি। কথা দিচ্ছি আপনাদের সমর্থনে যদি সংসদে যেতে পারি, আমি এলাকার অলি-গলির প্রতিটি সমস্যা সমাধান করবো। যে সংস্থার সার্ভিসে সমস্যা থাকবে, সে সংস্থার প্রধানকে জনতার মুখোমুখি করে সমস্যা নিরসন করবো। আগামী ৫বছর আপনাদের পাহারা দিয়ে রাখবো কথা দিলাম’।
এদিন গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য কামরুল ইসলাম ভুলু, কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান ইলিয়াছ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম এন ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, ইপিজেড থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম, আওয়ামী লীগ নেতা রাশেদ, ওয়াহিদ চৌধুরী, রাহুল, নুরুল আলম টেন্ডল, ওয়াহিদ মাস্টার, আবদুল কাদের।