পটিয়া নিশান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন
১০ ও ১১ জুন সেমিফাইনাল
পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের উদ্যেগে আয়োজিত চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নিশান কাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে ফকির পাড়া শাহ্ বদর (রহ:) স্পোটিং ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব, চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি ও ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ।
টুর্নামেন্টের ১ম কোয়াটার ফাইনালে ফকির পাড়া শাহ্ বদর (রহ:) স্পোটিং ক্লাব ২-০ গোলে শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদকে, ২য় কোয়াটার ফাইনালে মোহামেডান স্পোটিং ক্লাব, পটিয়া ১-০ গোলে মীর আবুল হোসেন মাস্টার স্মৃতি ফুটবল একাদশকে, ৩য় কোয়াটার ফাইনালে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি ২-১ গোলে চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রকে এবং ৪র্থ কোয়াটার ফাইনালে ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ ২-০ গোলে বরকল ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি প্রদান করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ ও জাতীয় ফুটবলার সাজ্জাদ হোসেন।
শনিবার (১০ জুন) বিকাল ৩ টায় ১ম সেমিফাইনালে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি ও ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ এবং সোমবার (১২ জুন) বিকাল ৩ টায় ২য় সেমিফাইনালে ফকির পাড়া শাহ্ বদর (রহ:) স্পোটিং ক্লাব ও মোহামেডান স্পোটিং ক্লাব, পটিয়া মোকাবেলা করবে।