তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অনুমতি না পেয়েও ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোববার (২৭ নভেম্বর) সকালে এক সেমিনারে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেন।
তিনি বলেন, সরকার সৎ উদ্দেশ্যে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চেয়েছিল। কিন্তু তারা অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। বিএনপি যদি নয়াপল্টনে সমাবেশের চেষ্টা করে সরকার বসে থাকবে না। কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
হাছান মাহমুদ বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য। ১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে পিকনিকের সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘সেখানে শতাধিক গরু জবাই হয়েছে। পিকনিক করেছে বিএনপি।’