নৌযান শ্রমিকদের কর্মবিরতি: পণ্য খালাস ব্যাহত

১০ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টা থেকে শুরু হয়েছে কর্মবিরতি।  কিছু কিছু লাইটার জাহাজে কাজ চললেও শ্রমিক নেতারা জোর করে তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।  এর ফলে পণ্য খালাস, পরিবহনে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব মো. নূর ইসলাম জানান, যতদিন ১০ দফা দাবি না মানবে ততদিন শ্রমিকদের আন্দোলন চলবে।

সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন, কর্মরত অবস্থায় নিহত শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, ভারতীয় লাইনে প্রটোকলে ল্যান্ডিং পাস ইস্যুসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি চলছে।  লাইটার জাহাজ, ট্যাংকার, যাত্রীবাহী লঞ্চ এ কর্মবিরতির আওতায় রয়েছে।

লাইটার জাহাজ মালিকদের সংগঠন ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, কর্মবিরতির কারণে লাইটার জাহাজ আজ রোববার বহির্নোঙরে যেতে পারেনি।  ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে।  বন্ধ রয়েছে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় নৌযান থেকে আমদানি পণ্য খালাস।

কর্মবিরতিতে স্থানীয় ও দূরপাল্লার রুটের নৌযান চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।