নৌকার প্রার্থীর ক্যাম্পে বিএনপির হামলা, জবাবে বিএনপি অফিসে পাল্টা হামলা
বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার সময় ওয়াসা মোড়ে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলা, প্রচারণার গাড়ি ও যানবাহন ভাংচুর করেছে। এর জবাবে বিকাল ৬ টার দিকে নগরীর নূর আহম্মেদ সড়কে বিএনপি অফিসে পাল্টা হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, হঠাৎ কোনো কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার সময় ওয়াসা মোড়ে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করেছে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমার নেতাকর্মীরা নির্বাচনী ক্যাম্পে বসেছিলেন। তখন বিকাল সাড়ে ৫টা। বিএনপির কর্মীরা তাদের দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে আমার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়।’
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা কোথাও কোনো ধরনের ভাঙচুর করিনি। আমাদের কর্মসূচি শেষ হয়েছে দেওয়ান হাট মোড়ে। আমাদের কর্মীরা ওয়াসার মোড় দিয়ে ফিরে যাবে কেন?’
তিনি আরও বলেন, নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একদল নেতাকর্মী নাসিমন ভবনে এসে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে।

মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘ওয়াসার মোড়ে বিএনপি নেতাকর্মীদের রিজার্ভ বাস দাঁড়ানো ছিল। পদযাত্রা শেষ করে কিছু নেতাকর্মী সেই বাসে ওঠার জন্য যাচ্ছিল। তারা অতর্কিতে নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাংচুর শুরু করে। আমাদের প্রচারণার একটি পাজেরো, একটি প্রাইভেট কার ও ১০-১৫টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। এরপর সড়কেও তারা নির্বিচারে গাড়ি ভাংচুর করে। সব মিলিয়ে ২৫টিরও বেশি যানবাহন তারা ভাংচুর করেছে।’
তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা একত্র হয়ে জিইসি মোড় থেকে দ্রুত ওয়াসার মোড়ের দিকে এগোতে থাকলে তারা বাসে উঠে পালানোর চেষ্টা করে। তখন আমরা ব্যারিকেড দিয়ে বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। বাসে থাকা হামলাকারীরা নিজেদের উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা ভাংচুর শেষে চলে যাওয়ার পর আরেক গ্রুপের নেতাকর্মীরা নগরীর নন্দনকানন থেকে মিছিল নিয়ে নাসিমন ভবনের সামনে আসেন। সেখানে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমকে দেখা গেছে। তারা নাসিমন ভবনের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ তাদের আটকে দিয়েছে।
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এআই