জাতীয় সংসদের নেত্রকোণা- ৪ (মোহনগঞ্জ-খালিয়াজুরি-মদন) আসনে আগামী ২সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্ধীতার জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভ করেছেন সাজ্জাদুল হাসান।
দলীয় মনোনয়ন প্রত্যাশী কমপক্ষে ৮জন নেতাকে পিছনে ফেলে নৌকা জিতে নিলেন তিনি। শুক্রবার (২১জুলাই) রাতে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গণভবনে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদের ১৬০ (নেত্রকোণা- ৪) আসনে দলীয় প্রার্থী হিসেবে সাজ্জাদুল হাসানকে মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্যরা হলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য মমতাজ হুসেন চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শহীদ ইকবাল, মদন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শফী আহমেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এম. মনজুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য আলী আতহার খান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য রোমান মিয়া প্রমুখ।
মদন, খালিয়াজুরি ও মোহনগঞ্জ- এই তিন উপজেলা নিয়ে সংসদীয় আসন- ১৬০ (নেত্রকোণা- ৪) গঠিত। সাজ্জাদুল হাসানের বাড়ি মোহনগঞ্জ উপজেলায়। তার পিতা ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ তৎকালীন পূর্ব-পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি ছিলেন বাংলাদেশেরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বড় ভাই বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক। আর তিনি নিজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও পরবর্তীতে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন বলে জানা যায়।
উল্লেখ্য, রেবেকা মমিন নেত্রকোণা- ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি গত ১১ জুলাই তারিখে মৃত্যূবরন করায় আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন কর্তৃক উপ-নির্বাচনের তফছিল ঘোষনা করা হয়। সে অনুযায়ী আগামী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল ও ২ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএইচএফ