নেচে-গেয়ে বিশাল পরিসরে নিজের জন্মদিন উদযাপন করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার পরীমণি। সবসময় আলোচনায় থাকতে পছন্দ করা এ নায়িকার জন্মদিন মানেই জমকালো আয়োজন। এবারের জন্মদিন ছিল পরীমণির কাছে আরও বিশেষ। কারণ, মা হিসেবে এবারই প্রথম জন্মদিন উদযাপন করেছেন পরীমণি।
সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠান মালার, শুভ্র-সাদা শান্তির প্রতীকে সাজানো হলঘরে ছিল কেক কাটা, নাচ-গানের। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পুত্র রাজ্য ও স্বামী রাজকে নিয়ে হাজির হন পরীমণি।
পরীমণির জন্মদিন উপলক্ষে এদিন রাতে উন্মোচন করা হয় পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান। এ সময় ছবিটির পরিচালক আবু রায়হান জুয়েল, নায়ক সিয়াম আহমেদসহ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম উপস্থিত ছিল।
জন্মদিনের রাতে দর্শকের জন্য যে দ্বিতীয় চমক অপেক্ষা করছিল, তা কেউ ঠাউর করতে পারেনি। এ সময় পরীমণিকে নিয়ে নির্মিত একটি ডকুফিল্ম দেখানো হয়। এটাকে ডকুফিল্ম না বলে লাভ ফিল্মও বলা যেতে পারে।
এই ফিল্মে পরীমণি নিজের বয়ানে তুলে ধরেন রাজের সঙ্গে তার প্রেমের গল্প। এ সময় লাজুক কণ্ঠে পরীমণি বলে চলেন রাজের মায়ায় পড়ে রাজ্য পেয়ে যাওয়ার গল্প। রাজ, রাজ্য আর নানা—এই তিন খুঁটির গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আমন্ত্রিত অতিথিরা।পরস্পরকে জড়িয়ে ধরে সেই মুহূর্তকে আরও আবেগঘন করে তুলেন পরী-রাজ।
নিজের জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে পরীমণি বলেন, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাছের মানুষরা যে আমার জন্মদিনে এসেছেন, সে জন্য আমি হ্যাপি। হ্যাপি বার্থ ডে টু মি।’
পরীমণির জন্মদিনে সস্ত্রীক উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, নির্মাতা রায়হান রাফি, চিত্রনায়িকা তমা মির্জা, ফারিন খান, পরিচালক বুলবুল বিশ্বাস, আবু রায়হান জুয়েল, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, অ্যাডল্ফ খানসহ আরও অনেকে।