সফরকারি আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুক্রবার (২ জুন) হামবানটোটায় শুরু হচ্ছে। খেলাটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে। সিরিজের ২য় ও ৩য় ওয়ানডে যথাক্রমে আগামী ৪ ও ৭ জুন একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আফগানদের জন্য দুঃসংবাদ শ্রীলঙ্কা সফরের প্রথম দুই ওয়ানডেতে রশিদ খানের খেলা হচ্ছে না। পিঠের ইনজুরিতে আপাতত পর্যবেক্ষণে থাকবেন এই তারকা লেগ স্পিনার। আশা করা হচ্ছে, লঙ্কানদের বিপক্ষে চূড়ান্ত (৩য়) ওয়ানডেতে তিনি ফিরবেন।
উল্লেখ্য দু-দেশ ১৯১৪ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়। ঢাকা মিরপুর স্টেডিয়ামে ঐ ম্যাচে জয় পাওয়া শ্রীলংকা দল এ পর্যন্ত ৭বার একে অপরের মোকাবেলা করেছে। জয়ের পাল্লা কিছুটা ভারী শ্রীলংকার, তারা ৪টি ম্যাচে জিতেছে। বিপরীতে ২টি ম্যাচে জয় পায় আফগানিস্তান। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
উলেখ্য আফগানিস্তান এবার নিয়ে দ্বিতীয় বাবের মতো শ্রীলংকায় সিরিজ খেলতে গেছে। কিন্তু আফগানিস্তানে কখনো শ্রীলংকায় যায়নি। ৭ বারের মোকাবেলার মধ্যে ২বার বিশ্বকাপে, ২বার এশিয়া কাপে এবং ১বার শ্রীলংকায় ৩ ম্যাচের সিরিজ খেলে আফগানিস্তান।