যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের পূবাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় যুগান্তর স্বজন সমাবেশ, পূবাইল শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী ও স্বজন সমাবেশের সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম একজন স্বপ্নবান ও দেশপ্রেমিক উদ্যোক্তা ছিলেন, যিনি শুধু শিল্প খাতেই নয়, গণমাধ্যমের অঙ্গনেও যুগান্তকারী অবদান রেখে গেছেন। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা ও সমাজসেবার দৃষ্টান্ত নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
বক্তব্য পর্ব শেষে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।দোয়া পরিচালনা করেন পূবাইল বাজার জামে মসজিদ খতিব মুফতী আনিছুর রহমান।
স্বজনের পূবাইল শাখার পক্ষ থেকে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা এই কৃতিমান সন্তানকে স্মরণ করাই শুধু নয়, তাঁর আদর্শকে ছড়িয়ে দিতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন,যুগান্তর স্বজন সমাবেশ পূবাইল শাখার উপদেষ্টা গৌতম চন্দ্র দাস,সহসভাপতি নারায়ণ চন্দ্র দাস,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কেন্দ্রীয় স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি,দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল আলম,দৈনিক দেশ বর্তমানের পূবাইল প্রতিনিধি মো.লিটন মিয়া,চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া,দৈনিক প্রাণের বাংলাদেশের টঙ্গী প্রতিনিধি শামিম রেজা,গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ৯ং ওয়ার্ড বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক সজীব সরকার,