নিহত-আহতদের জন্য জেলা পরিষদে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত মো. ফারুক, ওয়াসিম, ইশমামসহ সারা বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রাম জেলা পরিষদের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-১ অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার, প্যানেল চেয়ারম্যান-২ বোরহান উদ্দিন মো. এমরান, প্যানেল চেয়ারম্যান-৩ ফারহানা আফরিন জিনিয়া, সদস্য আ ম ম দিলশাদ, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, এইচএম আলী আবরাহা, আব্দুল আলীম, এড. জোবায়দা সরোয়ার নিপা, মোস্তফা রাহিলা চৌধুরী, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, রওশন আরা রত্না, আখতার উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, এসএম আলমগীর চৌধুরী, দেবব্রত দাশ, এরফানুল করিম চৌধুরী, সুরাইয়া খানম।

পরে জেলা পরিষদ মসজিদে শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম পড়ানো হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় চন্দ্র তরুয়াকে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও ছাত্র-শিক্ষকদের সহযোগিতায় ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নিজ নিজ উপজেলায় নিহত ও আহদের খোঁজখবর নেয়াসহ আর্থিক সাহায্য প্রদান করেন।