‘নির্বাচনে সব দলের রেফারি হয়ে কাজ করবে ইসি’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।  তবে ‘ভোটগ্রহণের তারিখ এখনও নির্ধারণ হয়নি’।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে রোববার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইসি আনিছুর।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকবে ইসি।  একদল নয়, সব দলের রেফারি হয়ে কাজ করবে নির্বাচন কমিশন।

তিনশ’ আসনের নির্বাচনে মাঠের বাস্তবতায় ইসির ভূমিকা কী হবে- এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, ‘এটা আমরা ইতোমধ্যে বলেছি, সিসি ক্যামেরা থাকবে তিন লক্ষাধিক।  টেকনিক্যালি এটা সম্ভব। আবার এ বাস্তবতাও আছে যে যাকে দায়িত্ব দিলাম সে সঠিকভাবে দায়িত্ব পালন করল না।  সেগুলো বিবেচনায় নিয়েই আমাদের এগোতে হবে।  তবে নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে পরিস্থিতি উন্নত হয়।  সচেতনতা বাড়ে।

নির্বাচনের আগে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করা হতে পারে, সে ইঙ্গিতও দেন তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবকিছুই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসবে উল্লেখ করে আনিছুর বলেন, ‘অতীতেও মাঠপর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে।  কাজেই সময়ই বলে দেবে কখন কী করব।  এখনও যথেষ্ট সময় আছে।  আমরা আস্থার জায়গাটাও তৈরি করব।’

‘বিএনপি নির্বাচনে আসার মতো অবস্থা এখনও সৃষ্টি হয়নি’ জানিয়ে ইসি আনিছুর রহমান বলেন,  ‘বিএনপি নির্বাচনে আসবে না এমনটা মনে করছি না।  ভোটের এখনও ১৩/১৪ মাস বাকি।  এই সময়টাতে হয়তো অনেক কিছু পরিবর্তন হবে।’

লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ‘আমরা ওইদিকেই নজর দেব।  কীভাবে ওটা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেবো বেশি।  এটা যদি সবাই না পায়, তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না।  সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ।  সফল হব কি না জানি না, তবে শেষদিন পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে।’