নির্বাচনে কোনো গোলযোগ সহ্য করা হবে না: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কোনো প্রকার গোলযোগ বা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার রয়েছে নির্বাচন কমিশনের। কোনো কর্মকর্তা পক্ষপাতিত্বমূলক আচরণ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনার আহসান হাবিব বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নির্বাচন কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, প্রার্থীরা কেউ আচরণবিধি ভাঙলে তাকে সতর্ক করা হচ্ছে। এরপরেও কেউ না শোধরালে প্রার্থিতা বাতিল করা হবে। তার মতে, নির্বাচনে যেনো ভোটাররা কেন্দ্রে আসেন সে ব্যাপারে প্রার্থী এবং নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টা দরকার। স্বচ্ছ ভোটের স্বার্থে সাংবাদিকদের গোপন কক্ষ ছাড়া ভোটকেন্দ্রের সবখানে যাতায়াতের অধিকার দেয়া হয়েছে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি ময়নুল হোসেন, পুলিশ কমিশনার তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার সাইদুর রহমান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন ও জেলা নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ।