চলতি বছরে নিপা ভাইরাসে আট রোগীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে ৮ রোগী এসেছে। এদের মধ্যে ৫ জন মারা গেছে। এ ভাইরাসে আক্রান্ত ৭০ শতাংশ মানুষ মারা যায়। কাঁচা রস ও পাখিদের খাওয়া ফল খেলে এ রোগ হয়। বাদুড় এ ভাইরাস বহন করে। বাদুড়ের পান করা খেজুরের রস যদি কোনো ব্যক্তি পান কওে, তাহলে এ ভাইরাসে সে আক্রান্ত হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে গেলেও দ্রæত এ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।
তিনি আরও জানান, এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি (সচেতনতামূলক ভিডিও) করেছি। সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি। নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। আমাদের সচেতন থাকতে হবে। এজন্য কাঁচা রস পান করা যাবে না। পাখিদের খাওয়া ফল কোনোভাবেই খাওয়া যাবে না।