নিজ শহরে শাকিরার ‘বেলি ড্যান্স’ ভাস্কর্য

দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় ব্যারেনকুলা শহরে জন্ম বিশ্বের সফলতম পপ গায়িকা ‘শাকিরা’র।  তার ‘বেলি ড্যান্স’ ফিফা বিশ্বকাপেও ঝড় তুলেছে অনেকবার।  এবার নিজ শহরে স্থাপন করা হয়েছে শাকিরার ভাস্কর্য।

২০০৫ সালে প্রকাশিত শাকিরার বিখ্যাত মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’ এর নাচের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যটিতে।  বিকিনি পরে কোমর দুলিয়ে নাচের ভঙ্গিতে দেখা গেছে শাকিরাকে।

ব্যারেনকুলা একটি উপকূলীয় শহর।  আর শাকিরার ভাস্কর্যটিও বানানো হয়েছে ক্যারিবিয়ান সাগরের তীরেই।  সম্প্রতি উন্মোচন করা ২১ ফুট উঁচু এই ভাস্কর্যের নিচে লেখা রয়েছে, ‘একটি হৃদয়, যে গান করে; একটি হিপ (কোমর- নৃত্য বোঝাতে), যে মিথ্যা বলে না; একটি অনন্য মেধা, একটি কণ্ঠ, যে বার্তা ছড়িয়ে দেয়; এবং একজোড়া খালি পা, যেটা শিশু ও মানবতার কল্যাণে ছুটে চলে। ’

এদিকে জন্ম ও বেড়ে ওঠার শহর থেকে এমন অসামান্য সম্মান পেয়ে আপ্লুত শাকিরা।  একটি বার্তায় তিনি বলেছেন, ‘যে শহরে আমার জন্ম, সেই ব্যারেনকুলা থেকে এই অবিস্মরণীয় স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত বোধ করছি।  এ শহরের প্রত্যেকটি মানুষ আমার ভাই-বোন এবং শৈশব থেকে আমার অনুপ্রেরণা। ’

গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে ম্যাগডালেনা নদীর তীরে উন্মোচন করা হয় ভাস্কর্যটি।  সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিরার বাবা-মা উইলিয়াম মেবারাক এবং নিদিয়া রিপোল।

শাকিরার গাওয়া তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ওয়াকা ওয়াকা’, ‘ইনভিটেবল’, ‘হোয়েনএভার হোয়েনএভার’, ‘লা তোর্তুরা’, ‘হিপস ডোন্ট লাই’, ‘বিউটিফুল লায়ার’, ‘লোকা’, ‘ডেয়ার- লা লা লা’, ‘রাবিওসা’ ইত্যাদি।