চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আবু তাহেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১১ আগষ্ট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালীন এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী ছাত্রলীগের অতর্কিত হামলায় নিরব ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রটোকল দিয়ে হলে থাকার সুযোগ করে দেন।
এরই জের ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তিনি এখন পর্যন্ত পদত্যাগ না করায় শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘ এই নির্লজ্জ আমরা ভিসিকে গতকালকেই অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি এসব অপকর্ম করেও এখনও পদত্যাগ করেননি। যেকারণে আজ তাকে এই ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ‘
এ বিষয়ে উপাচার্যের বক্তব্য জানতে চাইলে তাকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (৯ আগষ্ট) উপাচার্যের বাসভবন, কার্যালয়সহ, প্রক্টর এবং প্রভোস্টদের কার্যালয়ে তালা দেন শিক্ষারা।