চট্টগ্রামের খুলশীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আজিম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) রাতে খুলশীর টিকেট প্রিন্টিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আজিম ভূঁইয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক।
পুলিশ জানায়, বিভিন্ন বাসা-বাড়িতে গৃহপরিচালিকার কাজ করে আজিম ভূইয়ার স্ত্রী। এই সুযোগে ফাঁকা বাসায় গত নভেম্বর থেকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণ করতো আজিম ভূঁইয়া। তবে ভয়ভীতি দেখানোর কারণে মেয়েটি ঘটনার কথা কাউকে জানায়নি। বৃহস্পতিবার রাতেও ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করতে গেলে মেয়ের চিৎকারে মা ঘুম থেকে উঠে যায়। পরে রুমে গেলে পুরো ঘটনা খুলে বলে মেয়ে। এ সময় স্ত্রী ও প্রতিবেশীরা মিলে আজিমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার (২৬ মে) বিকেলে আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।