নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে ১৭ সেপ্টেম্বর

সব ম্যাচ মিরপুরে

এশিয়া কাপের পরে ও বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই খবরটি পুরনো হলেও এবার আনুষ্ঠানিকভাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ১৭ সেপ্টেম্বর সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। আর তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২৬ আগস্ট বাংলাদেশ যাবে এশিয়া কাপ খেলতে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে পারে, তাহলে টুর্নামেন্টের পর এক দিনও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। ঠিক তিন দিন পর নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে।

বিশ্বকাপের পর দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।

২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পরদিনই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে সাকিব-মুশফিকরা। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

এমএইচএফ